Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আরও ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ১৭:০৮ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৭:৩৭

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ভবনের বেজমেন্টে ধ্বংসস্তূপ অপসারণের সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ভবনের বেজমেন্টের একটা জায়গায় অনেক মাছি ছিল। তাই মরদেহ থাকতে পারে সন্দেহে র‍্যাবের ডগ স্কোয়াড কাজে লাগাই। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করি।’

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিযানে শুধু লক কাটার ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। পরে উদ্ধার করা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ভবনের ধ্বংসাবশেষ উদ্ধারকারী দল তিনটি মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ বিস্ফোরণ সিদ্দিক বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর