Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনের বৈধতা বিষয়ে বলতে পারছে না রাজউক

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ১৫:২৫ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৬:৫৫

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের বৈধ্যতা ও বৈধতার বিষয়ে বলতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে স্পট ব্রিফিংয়ে এ কথা বলেন রাজউক-৫ এর পরিচালক হামিদুর রহমান।

তিনি বলেন, ‘অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত কাগজপত্র বের করে ভবনের বৈধতা বা অবৈধতার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া আমি এই জোনে নতুন আসছি। এ জন্য এই এলাকার ভবন সম্পর্কে ভালো জানা নেই।’

তবে তাদের একটি তদন্ত কমিটি হতে পারে। সেই কমিটি পরবর্তীতে কাজ করবে। বৈধতা না থাকলে এই ভবন ভেঙ্গে ফেলা হবে বলে জানান তিনি।

এ ছাড়া ভবনটি ১৯৮০ সালে নির্মিত হয়েছে বলে দাবি করে মালিকপক্ষ জানান, সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। ৪৫ বছর আগে অনুমতি নেওয়া এই ভবনের কাগজপত্র খুঁজে পাওয়া সময় সাপেক্ষ। কাগজপত্র খুঁজে পাওয়ার পর ভবনের বৈধতা সম্পর্কে জানা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান ফুলবাড়িয়ায় সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়েত পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।

সারাবাংলা/ইউজে/ইআ

সিদ্দিকবাজার ট্র্যাজেডি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর