সিদ্দিক বাজারে কোনো বিস্ফোরক মেলেনি: ডিএমপি কমিশনার
৮ মার্চ ২০২৩ ১৪:২৭ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৪:২৮
ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় সেফটিক ট্যাংক কিংবা গ্যাস লিকেজ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা এসব বিষয়ে তদন্ত করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে এখানে কোনো বিস্ফোরক মেলেনি বলে জানান তিনি।
বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, ‘এরই মধ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। ঢাকা শহরের স্যুয়ারেজ লাইন, গ্যাসলাইন এবং অনেক পুরাতন বিল্ডিং রয়েছে। এগুলোর অবস্থা কী তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি ওয়ার্কশপের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্যুয়ারেজ লাইন কিংবা গ্যাসের লাইন কোথায় বিপজ্জনক অবস্থায় আছে সেসব স্থান পরিদর্শন করবেন। যাতে করে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।’
সারাবাংলা/ইউজে/পিটিএম