আহতদের সহযোগিতায় তথ্যকেন্দ্র খুলেছে ছাত্রলীগ
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ২০:৫৯ | আপডেট: ৭ মার্চ ২০২৩ ২২:২৮
৭ মার্চ ২০২৩ ২০:৫৯ | আপডেট: ৭ মার্চ ২০২৩ ২২:২৮
ঢাকা: গুলিস্থানের বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য রক্ত সংগ্রহ, প্রাথমিক চিকিৎসা প্রদান ও আহতদের নির্বিঘ্ন চিৎকৎসা সেবা নিশ্চিতে তথ্য কেন্দ্র খুলেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্দিক বাজারের একটি ভবনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় হতাহতদের জন্য জরুরিভিত্তিতে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, প্রয়োজনীয় রক্ত জোগান দিতে তারা যেন ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে আসে।
সারাবাংলা/এনআর/ইএইচটি