Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭ই মার্চের ভাষণ শৈল্পিক কারণেও বিশ্বখ্যাত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ২০:০৩

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অনন্য-অসাধারণ ভাষণ। বঙ্গবন্ধু যে অগ্নিগর্ভ-রক্তাক্ত পরিস্থিতির মধ্যে এই ভাষণ দিয়েছেন, সেটি বিবেচনায় পৃথিবীর ইতিহাসে এমন ভাষণ দ্বিতীয়টি নেই। এই ভাষণ কেবল মানবিক আবেদনের জন্য নয়, শৈল্পিক কারণেও বিশ্বখ্যাত।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত ‘একক বক্তৃতা’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন

কামাল চৌধুরী বলেন, ‘৭ই মার্চের ভাষণের তাৎপর্য, ব্যাপ্তি ও মহিমা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এটি আজ সকল মুক্তিকামী মানুষের ভাষণ। ২০১৭ সালে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে এর তালিকাভুক্ত করেছে। যেসব প্রামাণ্য ঐতিহ্যের অসীম বৈশ্বিক তাৎপর্য আছে সেগুলোই এই আন্তর্জাতিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। এ সংক্রান্ত এক পত্রে ইউনেস্কো জানিয়েছে যে এই রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে ৭ই মার্চের ভাষণের ব্যতিক্রমী গুরুত্ব প্রতিফলিত হয়েছে এবং এর তাৎপর্য হচ্ছে বিশ্বমানবতার কল্যাণে এই ভাষণকে সংরক্ষণ করা। বস্তুত এই ভাষণই মার্চ মাসকে পরিণত করেছে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্মমাসে।’

বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার বীজমন্ত্র।’

বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে অনানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ভাষণ বাঙালি জাতিকে প্রেরণা দিয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড

৭ই মার্চের ভাষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর