গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, উদ্ধারে ১১ ইউনিট
স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ১৭:৫৬ | আপডেট: ৭ মার্চ ২০২৩ ১৯:০৩
৭ মার্চ ২০২৩ ১৭:৫৬ | আপডেট: ৭ মার্চ ২০২৩ ১৯:০৩
ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। এ ঘটনায় নারীসহ সাতজন নিহত হয়েছেন। আহত শতাধিক।
মঙ্গলবার (৭ মার্চ) ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ সারাবাংলাকে বলেন, ফুলবাড়িয়ার বিস্ফোরণের ঘটনা ফয়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণের ঘটনায় শতাধিক আহত হাসপাতালে আনা হয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/ইএইচটি/ইআ