Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৩ ১৬:০১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারে সময় আট সোনার বারসহ একজনকে আটক করেছে ব্যাটালিয়ন (বিজিবি)-৫৮।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পুড়াপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম- হাবিবুর রহমান (৪৬)। তিনি মাগুরা জেলার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্ধীনের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাস যোগে পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিওপি এলাকা দিয়ে একজন সোনার বার নিয়ে সীমান্ত হয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির একটি টহল দল পুড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

এ সসয় তার কাছে থাকা আটটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮০ ভরি। বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার (বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

সোনার বারসহ পাচারকারী আটক

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর