Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াগনের সঙ্গে বাসের ধাক্কা, রেলকর্মীসহ নিহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ২৩:২৩ | আপডেট: ৭ মার্চ ২০২৩ ১১:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে রেলের তেলবাহী ওয়াগনের বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সংকেত অমান্য করে বাসটি এগিয়ে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

সোমবার (৬ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত পয়েন্টসম্যান আজিজুল হক (৩০) এবং বাসের দুই যাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটন কান্তি দে (২৫)।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে তেলবাহী ওয়াগন সড়কের ওপর দিয়ে রেললাইন অতিক্রম করছিল। এ সময় দায়িত্বরত রেলকর্মী গাড়ি থামার সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে বিমানবন্দর অভিমুখী একটি বাস এগিয়ে যায়। এ সময় চলন্ত ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। পরে পথচারীরা সেখানে কর্তব্যরত রেলের একজন পয়েন্টসম্যানসহ তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, গুরুতর আহত তিন জনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

ওয়াগন টপ নিউজ তেলবাহী ধাক্কা বাস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর