Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতানির্ভর দলগুলো এখন বিনিয়োগ প্রতিষ্ঠান হয়ে গেছে: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ২২:২৪

চট্টগ্রাম ব্যুরো: দেশের জনগণের পক্ষে সকল আন্দোলন-সংগ্রামে একমাত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টিই (সিপিবি) রাজপথে থাকে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। তারা বলেছেন, ক্ষমতানির্ভর দলগুলো এখন আর রাজনৈতিক দল নেই, সেগুলো বিনিয়োগের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে নগরীর হাজারী লেইনে দলের কার্যালয়ে সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতারা একথা বলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘দেশকে আজ যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। দেশের ক্ষমতানির্ভর রাজনৈতিক দলগুলো বিনিয়োগের প্রতিষ্ঠানে পরিণিত হয়েছে। নির্বাচনে জিততে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে আর সেই অর্থ পাঁচবছরে ১০০ গুণ করে ফিরিয়ে নেয়। লুটপাটের টাকা দিয়ে কানাডা-আমেরিকায় বেগমপাড়া বানায়। সেখানে ছেলেমেয়েদের পাঠায়, একসময় নিজেরাও চলে যায়। আমরা এই রাজনীতির অবসান চাই।’

যোগ্যতা দিয়েই কমিউনিস্ট পার্টির সদস্য হতে হয় জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিস্ট পার্টি উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল। ব্রিটিশ আমল থেকে শুরু করে ভারতভাগ, পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টির নেতারা সব আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন। কমিউনিস্ট পার্টি করতে যোগ্যতা লাগে, মেধা লাগে। যোগ্য হয়েই কমিউনিস্ট পার্টির সদস্য হতে হয়।‘

জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘এ অঞ্চলে যত বড় বড় আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনে সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। দেশ ও জনগণের যেকোনো প্রয়োজনে সিপিবি রাজপথে ছিল। মানুষের ওপর যতদিন শোষণ থাকবে ততদিন কমিউনিস্ট পার্টির সংগ্রাম অব্যহত থাকবে।’

বিজ্ঞাপন

মানুষের স্বার্থরক্ষায় বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশ আজ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাতের আঁধারে ভোট চুরি করে যারা সরকারের গদিতে বসে আছে, তাদের দুঃশাসনে অতিষ্ঠ সাধারণ জনগণ। জনগণের ঐক্য জোরদার করে চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বামগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় না আনতে পারলে মানুষের স্বার্থরক্ষা করা যাবে না।’

জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, জেলা কমিটির সদস্য শ্রমিকনেতা মো. মছিউদ্দৌলা।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর লাল পতাকার মিছিল নগরীর সিনেমা প্যালেস, কোতোয়োলি মোড়, নিউমার্কেট হয়ে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর