Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতা চায় না, চায় শেখ হাসিনাকে হটাতে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ১৮:১৮

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে জরুরি এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

একজন বর্ষীয়ান রাজনীতিক হিসেবে নিজেকে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমি যতটুকু জানি, যতটুকু রাজনীতি বুঝি- বিএনপির এখন লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতার মঞ্চ থেকে হটানো। তারা ক্ষমতায় যাবে, এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকা হচ্ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা যা করি প্রকাশ্যে করি। গণতন্ত্র ব্যাকডোরে আলোচনার বিষয় নয়। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখনও দেখছি না।’

তিনি বলেন, ‘আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না। নির্বাচনকে সমানে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘণীভূত হলে তা কেটেও গেছে। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এ সংকট কেটে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, নির্বাচন আছে, সরকার আছে, বিরোধীদল আছে। কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য সংবিধান পরিবর্তন করে কোনো বিকল্প প্রস্তাব কারও অনূকুলে সমর্থন করার সুযোগ নেই। আমরা কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রশ্নে ছাড় দেব না। সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে। এর বাইরে কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এখানেও হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হবে। তখন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হবে। সংবিধানের মধ্যে থেকে তারা নির্বাচন পরিচালনা করবেন। সংবিধান পরিবর্তন করে নির্বাচন করতে হবে সেই সংকটে আমরা পড়িনি।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির লক্ষ্যটা আসলে কি? তাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।’

বিএনপির আন্দোলন ও অর্থনৈতিক সংকটে কোনটি বড় চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে ততটা বর্ষে না। কারণ তারা ছিল একটি গণঅভ্যুত্থানে আশায়, সেখান থেকে নেমে এলো নীরব পদযাত্রা। এখন তারা সেখান থেকে নিঃশব্দ মানবনন্ধনে নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক সংকট আছে। এটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অচিরেই থেমে যাবে সে লক্ষণ নেই। সেই যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা এখনও চলছে। ফলে সারা দুনিয়ায় সংকট আছে। জনজীবন, তেলের দাম, ডলারের দাম বৃদ্ধিসহ অনেক সংকট আছে। বাংলাদেশেও সংকট আছে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখান পরিস্থিতি সামাল দেওয়াটাই একটা চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জনগণ অনেক ধৈর্যশীল। সরকারের সদিচ্ছার প্রতি জনগণের আস্থা আছে। বিরোধীদল উসকে দিলেও মানুষ তাতে অংশ নেয়নি। মানুষের জানমাল রক্ষায় সরকারের আন্তরিক প্রয়াসে জনগণের আস্থা আছে। তাই কোনো গণঅভ্যুত্থানের সম্ভবনা নেই।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা, ভূমি অফিস পুড়িয়ে ফেলা। আমরা মাঠে না থাকলে তারা এটা করবে না তার গ্যারান্টি নেই। আমরা ক্ষমতায়, আমাদের রাস্তায় থাকতে হবে। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের।’

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তারা ক্ষমতায় থাকতে আমাদের দাঁড়াতেই দেয়নি। আর রাস্তায় ফখরুল সাহেবরা বের হচ্ছেন, কর্মসূচি পালন করছেন। আমাদের কেউ তো কিছু বলছে না। আমাদের তিক্ত অভিজ্ঞতা তো তাদের হচ্ছে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ বিএনপি শেখ হাসিনা

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর