Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল ৩ কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৩ ১২:৩৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে মহাসড়কের মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল কবীর জানান, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়িচাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি জানান, পরে পুলিশ গিয়ে তাদের মরদেহগুলো উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনও সনাক্ত করা যায়নি। তবে তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

সারাবাংলা/ইআ

কলেজছাত্র টপ নিউজ মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর