সীতাকুণ্ড বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭
৬ মার্চ ২০২৩ ০০:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় বিস্ফোরণে আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল সাত জন।
রোববার (৫ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত প্রবেশ লাল শর্মার (৫৫) সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, প্রবেশ লাল গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টা ৩৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শনিবার (৪ মার্চ) বিকেলে সীমা শিল্পগ্রুপের সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে ছয় জন নিহত হয়। এছাড়া ২০ জন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান।
সারাবাংলা/আরডি/পিটিএম