Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরণস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১৮:১৮ | আপডেট: ৫ মার্চ ২০২৩ ১৮:৪৩

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। কি কারণে এবং কিসে বিস্ফোরণ ঘটেছে তা খুঁজে বের করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম আলামত সংগ্রহ করতে এসেছে। কোনো নাশকতা ছিল কিনা সেটা খতিয়ে দেখবে এই টিম।

রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এতে আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পপুলার হাসপাতালে ৫০ জনের মতো চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এর আগে, রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি আংশিক ধ্বসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণের পর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। আলামত সংগ্রহ শেষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে কোনো বিস্ফোরকের আলামত মেলেনি। তবে বিস্ফোরণ ঘটেছিল তা নিয়ে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে বলা যাবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ বোম্ব ডিসপোজাল ইউনিট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর