Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১৭:১৩

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লেগেছে। আগুন আশপাশের আশ্রয় শিবিরে ছড়িয়ে পড়ায় ভয়াবহরূপ ধারণ করেছে।

প্রাথমিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং কক্সবাজার সদর, রামু ও টেকনাফ স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুপুর ৩ টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুন লাগে।

আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুপুর ৩টায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন বসত ঘরে ছড়িয়ে যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

‘আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে।’

ওসি বলেন, ‘আগুন বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবির থেকে আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রাথমিক তথ্যমতে, আগুনে অনন্ত সহস্রাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তবে এখন পর্যন্ত আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান শেখ মোহাম্মদ আলী।

সারাবাংলা/একে

টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর