Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্স ল্যাবে ধ্বংসস্তূপ ভবনটিতে বোম্ব ডিসপোজাল ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১২:৪৩ | আপডেট: ৫ মার্চ ২০২৩ ১৮:২২

ঢাকা: রাজধানীর নিউমার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটিতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট যোগ দিয়েছে। এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৭ জন।

ভবনটিতে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা খুঁজতেই মূলত বোম্ব ডিসপোজাল ইউনিট এসেছে। তবে আগুন, কালো ধোয়া আর অন্যান্য ধ্বংসস্তূপের কারণে কর্মকর্তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, এসি, সিলিন্ডার নাকি অন্য কিছু বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডিসহ অন্যান্য সংস্থার এক্সপার্টগণ উপস্থিত আছেন, তারাও কাজ করছে এখানে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ঘটনা অনেক ভয়াবহতা সৃষ্টি করেছে। একেবারে বলা চলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের ফলে পাশের একটি ভবন হেলে পড়েছে। উপরের অংশ ধসে পড়েছে। সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা খুবই খারাপ। আরও হতাহত থাকতে পারে ধ্বংসস্তূপের নিচে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শব্দ এতটাই ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে। ভবনটিতে ফনিক্স কোম্পানি, কিছু কোচিং সেন্টার ও কাপড়ের দোকান রয়েছে। পুরাতন এই ভবনটিতে শতশত এসি লাগানো ছিল। ভবনের অনেক মালামাল সড়কে এসে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, বিকট শব্দে সবকিছু অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, পৌনে ১১ টার দিকে খবর আসে সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধসে পড়েছে ও আগুন লেগেছে। আমরা চারটি ইউনিট পাঠিয়েছি। এসি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ভবনের আংশিক অংশ ধসে পড়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু সারাবাংলাকে জানান, বিস্ফোরণের পর কালো ধোয়া বের হয় এবং আগুন লেগে যায়। সেখানে পুলিশ কাজ শুরু করেছে।

সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের বাসিন্দা গোলাম মুজতবা ধ্রুব বলেন, সায়েন্স ল্যাবের সুকন্যা টাওয়ারের পাশে বিকট শব্দ। কালো ধোঁয়া। কী যেন ভেঙে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজের বিপরীত দিকের সড়কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা মার্কেটের সামনের অংশ ধসে সড়কে এসে পড়েছে। তিন তলায় বিস্ফোরণ হলেও আশে-পাশের সবকিছু ভেঙেচুরে পড়েছে।

সারাবাংলা/ইউজে/আইই

বোম্ব ডিসপোজাল ইউনিট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর