Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজা ভেঙ্গে যুবকের গলিত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২৩:২৬

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বাসার দরজা ভেঙ্গে মিঠুন সরকার (২৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিঠুন সরকার জয়পুরহাট সদরের পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি একটি মোবাইল অপারেটর কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বাসার মালিক পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইনন্সপেক্টর আনসার আলী জানান, বর্ধণকুঠি এলাকার তার বাসাটি মাত্র একমাস ৪দিন আগে ভারা নিয়েছিলেন মিঠুন। শনিবার দুপুরে মিঠুনের রুম থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে গলিত লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজার উদ্দিন জানান, ওই বাসায় মিঠু একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এরইমধ্যে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইআ

গলিত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর