Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২২:২৭ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ২২:৩২

পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

শনিবার (৪ মার্চ) দুপুরে দেবীগঞ্জের লক্ষীরহাট ও বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার দশমাইলের স্বপন (২৫), তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা তমিজ উদ্দিন (৬০) ও হাসিবুল ইসলাম (৩২)।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ও বোদা থানার ওসি সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে দেবীগঞ্জ শহর থেকে তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। বাসটি পঞ্চগড় সদরের দশমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় সড়কের ঢালে উল্টে যায়। এতে এক মুসল্লির ঘটনাস্থলেই মৃত্যু হয় ও ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

অপরদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ফেটে উল্টে যায়। এতে বাসের দুইজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর