Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুরগির পিস আর গ্রাম হিসেবে গরুর গোশত বিক্রি দুর্ভিক্ষের প্রমাণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২১:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন বাজারে কেজির পরিবর্তে গ্রাম হিসেবে গরুর মাংস এবং টুকরো করে কেটে মুরগি বিক্রিকে দেশে ‘নীরব দুর্ভিক্ষ’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর চৌমুহনী মোড়ে ডবলমুরিং থানা বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা বিএনপির কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে। কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুই বেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের লুটেরা বাদে দেশের সব মানুষ কষ্টে আছে।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবসময় সংবিধানের কথা বলেন। একটা কথা বলতে চাই- সংবিধান কি আপনাদের গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের মানবাধিকার ভোটাধিকার হরণ করতে বলেছে ?’

খালেদা জিয়া রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না- মন্ত্রীদের এই বক্তব্যে সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘মামার বাড়ির আবদার, মনে হচ্ছে দেশটা তাদের জমিদারি, যা বলবে তা-ই মানতে হবে। আওয়ামী লীগ যতগুলো গুম-খুনের সঙ্গে জড়িত, সবগুলো যোগ করলে যতগুলো মামলা হবে, নির্বাচন তো দূরের কথা, তাদের নেতা-নেত্রীরা কেউ জেলের বাইরে থাকতে পারবে না। তারা যতই চেষ্টা করুক, ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদের বিদায় নিতে হবেই, তাদের বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নগর কমিটির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, কামরুল ইসলাম সাজ্জাদ, মনজুর আলম চৌধুরী এবং নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

এদিকে নগরীর হালিশহরে পদযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবে না। আদে নির্দলীয় সরকার গঠন করতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তখন বিএনপি নির্বাচনে যাবে। সুষ্ঠু নির্বাচন হলে এ সরকার পালানোর পথ পাবে না।’

নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ মোড়ে পদযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন তারা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা দেখে ভীত হয়ে পড়ছে। মনে হচ্ছে, বিএনপির আগামী কর্মসূচির আগেই তারা দেশ ছেড়ে পালাবে। ওবায়দুল কাদের আজ ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে এসেছে। ঢাকায় বিএনপির ধাওয়া সহ্য করতে না পেরে চট্টগ্রামে আশ্রয় নিতে চায়, কিন্তু এই চট্টগ্রামে তাদের কোন আশ্রয় হবে না। চট্টগ্রামবাসী তাদের চট্টগ্রাম থেকে দৌড়াবে।’

বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের পরিচালনায় সমাবেশে নগর কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, শামসুল আলম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

নগরীর ১৬টি সাংগঠনিক থানার বাকিগুলোতে চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণের আহবায়ক আবু সুফিয়ানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব পদযাত্রায় নেতৃত্ব দেন। পদযাত্রায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/আরডি/ইআ

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর