জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
৪ মার্চ ২০২৩ ১৮:৫১
রাঙ্গামাটি: জেলার রাজস্থলী উপজেলায় চাঁদের (জিপ) গাড়ি ও মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত আরিফ বাঙ্গালহালিয়া শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মো. রবি হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোড়ে বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল চালক আরিফ। এসময় ঘটনাস্থলেই আরিফ মারা যান। আরিফের সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. নুরুল আমিন জানান, এ ঘটনায় চাঁদের গাড়িটি জব্দ করা হলেও গাড়ির চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
সারাবাংলা/এনএস