বিএনপির যুববিষয়ক সম্পাদক নিরব আটক
৪ মার্চ ২০২৩ ১৮:৩৮ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ২০:৪৮
ঢাকা: বিএনপির যুববিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। যুবদল নেতা জাহাঙ্গীর হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি জানান।
যুবদল নেতা আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নিরবকে তুলে নিয়ে যায় পুলিশ।’
এদিকে সাইফুল আলম নিরবকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
জানতে চাইলে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক গণমাধ্যমকে বলেন, ‘তেজগাঁও থানা পুলিশ এক নেতাকে গ্রেফতার করেছে। তবে বিষয়টি পরিষ্কার করে এখনও জানাতে পারিনি। এ বিষয়ে পরে বলা যাবে।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার বলেন, ‘এ নামের কেউ আমাদের থানায় নেই। উপরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।’
সারাবাংলা/এজেড/পিটিএম