নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
লোকাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ১৬:৫৫ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৬:৫৮
৪ মার্চ ২০২৩ ১৬:৫৫ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৬:৫৮
সিংড়া (নাটোর): জেলার সিংড়ায় গরুবাহী নছিমনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিজার হোসেন।
শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজার হোসেন একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মিজানুর রহমান জানান, সিজার হোসেন তার মোটরসাইকেল নিয়ে বামিহাল থেকে মৌগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাজারের কাছাকাছি এলাকায় গরুবাহী নছিমন গাড়ীটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সিজার। পরে স্থানীয়রা সিজারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
সারাবাংলা/এনএস