নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: কৃষিমন্ত্রী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ১৬:৩০
৪ মার্চ ২০২৩ ১৬:৩০
টাঙ্গাইল: বিএনপি পর পর ৩ জাতীয় নির্বাচনে হেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের দল অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (৪ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
বর্তমান সময়ে পোল্ট্রি খাতে সংকট দূর করতে জাতীয় পর্যায়ে বসে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল আলমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
সারাবাংলা/এমও