চীনের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পাকিস্তান
৪ মার্চ ২০২৩ ১৪:৪৪ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৭:৩২
চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) থেকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান। শুক্রবার (৩ মার্চ) ঋণটি অনুমোদন করেছে চীনের ব্যাংক। পাকিস্তানের ক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এই ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দার।
১.৩ বিলিয়ন ঋণ পাকিস্তানকে তিন কিস্তিতে সরবরাহ করবে চীনের ব্যাংক। ইতোমধ্যে ৫০০ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসহাক দার।
রিজার্ভ ঘাটতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে ঋণ সহায়তা চেয়ে আসছে পাকিস্তান। তবে আইএমএফ পাকিস্তানের জন্য এখনও ঋণ অনুমোদন করেনি। এমন অবস্থায় চীনের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দেশটি।
গত ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছিল চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।
পাকিস্তান মূলত চীনকে সম্প্রতি যে ঋণ পরিশোধ করেছিল সেই অর্থই পুনরায় ঋণ হিসেবে ফেরত নিচ্ছে। অর্থমন্ত্রী ইসহাক দার জানান, চীনের কাছ থেকে মোট ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধিত ঋণ ফেরত নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ, পুরনো ঋণ মিটিয়ে ফের নতুন ঋণ নিচ্ছে দেশটি।
ইসহাক দার জানান, জুনে শেষ হওয়া অর্থবছরে অর্থায়নের ঘাটতি মেটাতে মোট ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি অর্থের প্রয়োজন হবে তার দেশের।
তিনি আশা প্রকাশ করেন, আইএমএফ-এর সঙ্গে ইসলামাবাদের ঋণ চুক্তির পরপরই অর্থের ঘাটতি মিটে যাবে। আগামী সপ্তাহে এই চুক্তি হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/আইই