ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ১৪:০৯ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৪:১১
৪ মার্চ ২০২৩ ১৪:০৯ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৪:১১
ঢাকা: বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ মার্চ বিভাগীয় শহরসহ ঢাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ করা হয়েছে।
‘আন্দোলন শুরু হয়নি, সরকার এখনই সংলাপে বসার কথা বলছে’
সমাবেশে অন্যদের মধ্যে ব্ক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাসদের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ অনেকে।
সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে পদযাত্রা করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/এমও