চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৪ মার্চ ২০২৩ ১৩:১০ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৪:১৮
কক্সবাজার: চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুই জন আহত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী জিলানী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়ার নজরুল ইসলাম (৩৪) এবং একই ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকার মো. হামিদুল্লাহ (২৯)। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান, হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশ জব্দ করেছে। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সারাবাংলা/এমও