Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে র‍্যাগিং: ৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিষয়ে সিদ্ধান্ত আজ

ইবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ০৯:৫৭ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ১৫:১৬

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীর ছাত্রত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ।

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থাকা না থাকার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের বহিষ্কারের বিষয়ে আজ শনিবার দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

ইবি ছাত্রী নির্যাতন: চরম অবহেলা প্রভোস্টের, প্রক্টর ছিলেন উদাসীন

প্রসঙ্গত, গত এক মার্চ ওই পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেন হাইকোর্ট। অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে তাদের ছাত্রলীগ থেকেও বহিষ্কার ও আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা, ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

আরও পড়ুন:
ইবিতে ঘটনার পর উধাও হয়ে যায় সিসিটিভি ফুটেজ
রাতে পিএস’কে অব্যাহতি, সকালে বাংলো ত্যাগ ইবি উপাচার্যের
ইবিতে র‍্যাগিং: ছাত্রলীগ নেত্রীসহ ৫ ছাত্রী হল থেকে বহিষ্কার

সারাবাংলা/এমও

ইবিতে র‍্যাগিং নেতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর