Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার গণমাধ্যমের শত্রুতে পরিণত হয়েছে : আমীর খসরু

সারাবাংলা ডেস্ক
৩ মার্চ ২০২৩ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো : বর্তমান সরকার গণমাধ্যমের শত্রুতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) এক সভায় তিনি এ মন্তব্য করেন। দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ‘সাংবাদিক-পেশাজীবী সম্মিলিত সমাবেশ’ নামে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের প্রধান কাজ হচ্ছে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা। আওয়ামী লীগ সরকার তা-ই করে আসছে যা ফ্যাসিবাদিরা করে। গুম, খুন লুটপাটের খবর গণমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় সরকার বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সব অপকর্মের খবর এখন বিশ্ববাসী জেনে গেছে।’

‘এ কারণে সরকার দৈনিক দিনকাল বন্ধ করেছে। এর আগেও অনেকগুলো মিডিয়া হাউজ বন্ধ করেছে। একের পর এক মিডিয়া বন্ধ করে সরকার এখন গণমাধ্যমের শত্রুতে পরিণত হয়েছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ সভায় বলেন, ‘এ সরকারের আমলে ৫৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। দেশে প্রতিমাসে গড়ে ১৮-১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই ফ্যাসিবাদি সরকারের পতনের পর দেশের সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া হবে।’

নগরীর নুর আহমদ সড়কে সিএমইউজে কার্যালয়ের সভাকক্ষে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএফইউজে একাংশের মহাসচিব নুরুল আমীন রোকন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক খুরশীদ জামিল চৌধুরী বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এছাড়াও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, জেলা ড্যাবের সভাপতি তমিজ উদ্দিন মানিক, প্রবীণ আইনজীবী মফিজুল হক ভুঁইয়া, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ ছাফা চৌধুরী, ড্যাব নেতা এস এম সারওয়ার আলম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, মোহাম্মদ হোসেন ও জীবন মুসা বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ গণমাধ্যম সরকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর