২৯ কেন্দ্রে ঢাবির রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন শনিবার
৩ মার্চ ২০২৩ ১৯:০৭ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ০৮:৫৩
ঢাকা: ঢাকার বাইরে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩। এ ছাড়া, চলতি মাসের আরও তিনদিন চলবে ভোটগ্রহণ।
শনিবার (৪ মার্চ) ঢাকার বাইরে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল দশটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর দুইটা পর্যন্ত।
এবার ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন করতে ভোট দেবেন সর্বমোট ৬০ হাজার ২৫৯ জন ভোটার।
প্রথম দিনের নির্বাচনে কেন্দ্রগুলো হলো— ১) শেরপুর সরকারি কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা (৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরিয়তপুর (৪) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৭) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৮) ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি (৯) পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী (১০) সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা (১১) ভোলা সরকারি কলেজ, ভোলা (১২) লক্ষীপুর সরকারি মহিলা কলেজ, লক্ষীপুর (১৩) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৪) ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা (১৫) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাম্মণবাড়ীয়া (১৬) চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারি মাইকেল মধুসুধন কলেজ, যশোর (২২) সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ (২৩) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৫) সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া (২৬) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর (২৭) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা (২৮) সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ এবং (২৯) বাগেরহাট সরকারি পি. সি. কলেজ, বাগেরহাট।
নির্বাচন কমিশনার জানান, ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ভোটদানপত্র প্যাকেটে সিলগালা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণনার জন্য নিয়ে আসবেন।
এদিকে, এবারের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে চারদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে ৪ মার্চ ২৯টি, ১১ মার্চ ৯টি এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, আগামী ১৮ মার্চ ঢাকার ভেতরে চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলোতে সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
ঢাকার ভেতরের কেন্দ্রগুলোর মধ্যে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১ থেকে ১৬,০০০ পর্যন্ত, ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৬,০০১ থেকে ৩২,০০০ পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ৩২,০০১ থেকে ৪৮,০০০ পর্যন্ত এবং শারীরিক কেন্দ্রে ৪৮,০০১ থেকে ৫৯,৩২০ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ এর নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ঢাকার বাইরে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ঢাকার বাইরে ১১ মার্চ ৯টি এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে এবং ১৮ মার্চ ঢাকার ভেতরে ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
সারাবাংলা/আরআইআর/একে