Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ১৬:০২ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১৬:০৮

বাগেরহাট: সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে শররণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রামের কাঞ্চন মল্লিকের ছেলে আসাদুল মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মিরাজুল মল্লিক ও মৃত কাওছার মুন্সির ছেলে নাঈম মুন্সি। এসময় একই গ্রামের জাকির মল্লিক নামে তাদের সঙ্গী এক জেলে পালিয়ে যান।

আটক জেলেদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা এবং একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, ভোট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে ইসমাইলের ছিলা এলাকা থেকে তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান। জেলে নামধারী এই ব্যক্তিরা পাস না করেই গোপনে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলেন।

পলাতক ব্যক্তিসহ চার জনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে বলেও জানান এই বন কর্মকর্তা।

সারাবাংলা/এমও

বিষ সুন্দরবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর