ঝিনাইদহে মদপানের পর বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু
৩ মার্চ ২০২৩ ১৫:৪৮
ঝিনাইদহ: কালীগঞ্জ শহরের নদীপাড়ায় মদপানের পর বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।
গতরাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে স্থানীয়রা জানায়, নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকার একটি হোমিও হল থেকে অ্যালকোহল কিনে পান করেছিল। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে ভোররাতের দিকে কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল বলে নিশ্চিত করেন। মদপানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের হাাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সারাবাংলা/এমও