Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে আন্দোলন দমানো যায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৩ ১৩:২৪ | আপডেট: ৩ মার্চ ২০২৩ ১৬:১২

আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি স্থানী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে আন্দোলন দমন করা যায় নাই। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও আন্দোলন দমানো যায়নি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলটির সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্দ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বিএনপির লক্ষ্য লক্ষ্য সৈনিক আজকে রাজপথে নেমেছে। এই লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীদের নেতৃত্ব দেওয়ার জন্য সবাই আজকে নেতা হয়ে গেছে। সুতরাং নেতাদের বন্দি করে আন্দোলন দমন করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে কিসের জন্য আন্দোলন, আন্দোলন হচ্ছে ভোট চোরদের বিরুদ্ধে আন্দোলন। বাংলাদেশের মানুষ ভোট চুরি করে বার বার ক্ষমতা দখল করে লুটপাট, গুম, খুন ও হত্যার নায়কদের বিরুদ্ধে আন্দোলন করছে।’

তিনি আরও বলেন, ‘এখন বলা হচ্ছে দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরাও তো চাই, দেশের জনগণ স্বাধীনভাবে ভোটার অধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করুক, সেই কথা সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে। এটা কি বাংলাদেশে এখন আছে? ভোট চোরেরা সেটা দখল করে রেখেছে। ভোট চোরদের অধীনে নির্বাচন হচ্ছে বার বার, তারা ক্ষমতায় যাচ্ছে। চোরকে কি কখনো ভোট পাহারায় দায়িত্ব দেওয়া যায়? তারা ভোট চুরি করে মানবাধিকার অধিকার লঙ্ঘন করছে। আইনের শাসন কেড়ে নিচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তাদের আয়োজন কোনোভাবেই সম্ভব হতে দেব না। ভোট চোরদের কোনোভাবেই ভোট পাহারা করতে দেব না।’

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ বলেন, ‘বলা হচ্ছে খালেদা জিয়াকে নির্বাচনে যেতে দেওয়া হবে না। রাজনীতি করতে পারবেন, তবে নির্বাচন যেতে দেওয়া হবে না। আপনারা কে? জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন। যেখানে আইনের কোনো শাসন নেই। পূর্বে শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা ছিল? তিনি যদি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, আর খালেদা জিয়ার বেলায় ভিন্ন কথা। সবাইকে আইনের সম্মুখীন হতে হবে। সুতরাং খালেদা জিয়া রাজনীতি করতে পারবে, নির্বাচনে যেতে পারবেন না, মাথায় রেখে কথা বলবেন। সবাই দুর্নীতি পরায়ণ, সবাই হত্যাকারী, সবাই খুনের সঙ্গে অংশীদার, মিথ্যা মামলার সঙ্গে অংশীদার। আপনাদের আগামী দিনে কারও নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নেই। কথায় আছে- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং কথাটা চিন্তা করবেন।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউল রহমান ঢালি, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম, আমান উল্লাহ আমান ও ইসমাইল তালুকদারসহ প্রমুখ।

সারাবাংলা/এআই/এনএস

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর