চলছে ডুফা প্রিমিয়ার লিগ-২০২৩
৩ মার্চ ২০২৩ ১৩:১৯ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৭:৫৬
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল) -২০২৩। শুক্রবার (৩ মার্চ) সকালে ডুফা প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম।
এবার ডুফা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে ছয়টি দল। সকাল সাড়ে ৮টায় মাঠে গড়ায় প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডুফা গ্ল্যাডিয়েটর্স এবং ডুফা ভাইকিংস।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ধারাভাষ্যকার জাভেদ ওমর বেলিম বলেন, ‘বাইশ-তেইশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেললেও আমরা এখনও ক্রিকেট কালচার তৈরি করতে পারিনি। সবাই প্রফেশনাল খেলবে তা না, স্কুলের বাচ্চারা খেলবে, আমাদের মতো অবসর নেওয়া মানুষরা খেলবে। মাঠসহ নানা সীমাবদ্ধতা থাকার পরেও ডুফার এমন নানা আনন্দ আয়োজন আনন্দ নিয়ে আসে। ক্রিকেট নিয়ে ডুফার এই আয়োজন বাংলাদেশে ক্রিকেট কালচার তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি।’
ডুফা প্রিমিয়ার লীগ-২০২৩ সম্পর্কে সংগঠনটির সভাপতি জাহিদ কবির টিটু বলেন, ‘ছয় বছর ধরে সংগঠনটি কাজ করছে এবং প্রতিবছরই আমরা নানা আয়োজন করে থাকি। ডুফা প্রিমিয়ার লীগ এবার তৃতীয়বারের মতো আয়োজন হচ্ছে। এবারই প্রথম আমরা বিপিএল, আইপিএল, বিগব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করছি। প্রথমবারের মতো রঙিন জার্সি, মাঠের রেস্ট্রিকশন ও অন্যান্য ব্যাপারগুলো এসেছে। একইসঙ্গে ডিপিএল-এ প্রথমবারের মতো অত্যাধুনিক থার্ড আম্পায়ার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।’
ডুফা সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘এবারের ফ্রাঞ্চাইজি পদ্ধতির ডুফা প্রিমিয়ার লীগে মোট ছয়টি দল অংশ নিয়েছে। এসব দলে আমাদের বন্ধুদের পাশাপাশি প্রতি দলে একজন করে পরবর্তী প্রজন্ম অর্থাৎ বন্ধুদের সন্তানরাও আছে। সবমিলিয়ে অন্যান্যবারের মতই জমজমাট এবারের আয়োজন।’
আয়োজনের অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের কমিউনিকেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মূয়ীদ। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমরা প্রকাশে বিশ্বাস করি, বিশ্বাস করি বিকশিত হওয়ায়। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে যাওয়া যে প্রজন্ম আবারও এমন আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসেছে, সঙ্গে নিয়ে এসেছে নতুন প্রজন্মকেও। দুই প্রজন্মের পাশেই আছে বিকাশ।’
সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ এর এবারের আসর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী এবং স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা)। মাঠের ক্রিকেটের আদলে ডুফা প্রিমিয়ার লিগ অনেকটা বন্ধুত্বের মিলনমেলা। এবার মাঠে গড়িয়েছে ডুফা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর।
ডুফা প্রিমিয়ার লিগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের একটি মিলনমেলাও চলছে। জমে উঠেছে বন্ধুত্বের আড্ডা। পরিবার নিয়ে হাজির হয়েছেন বন্ধুরা, অনেকে ছুটে এসেছেন দেশের বাইরে থেকেও।
ডুফা প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার হচ্ছে ইউটিউব চ্যানেল ডুফা টিভিতে।
সারাবাংলা/আইই