Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ৩ লাখ টাকার ক্যাবল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৩ ১৫:১৩

বাগেরহাট: ৩ লাখ টাকা মূল্যের হেভি কপার ক্যাবল ও ১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর রামপাল ক্যাম্পের সদস্যরা। রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টের অভ্যন্তরে বি-৯ এবং জেটি গেট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে এই অভিযান চালানো হয়। আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. শাহজালাল হাওলাদার জানান, বিদ্যুৎ কেন্দ্রের বি-৯ এলাকায় অভিযান চালানো হয়। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। পরে পাচার করার উদ্দেশে জমা করা ২০০ কেজির বেশি হেভি কপার ক্যাবল ও ১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা কপার ক্যাবলের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ক্যাবল উদ্ধার রামপাল বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর