প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
১ মার্চ ২০২৩ ২৩:৩১ | আপডেট: ১ মার্চ ২০২৩ ২৩:৪৬
ঢাকা: কারিগরি ত্রুটির কারণে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ মার্চ) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ সালের প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করে তার। যদিও কিছু সময় পর তা স্থগিত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় তাৎক্ষণিকভাবে তা স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ স্থগিতকৃত ফলাফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো। ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ সংক্রান্ত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর কিছু সময় পরেই কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে সে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। এরপর রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার (১ মার্চ) বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশের কথা বলা হয়।
সারাবাংলা/জেআর/পিটিএম