Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মার্চ জাতীয় ভোটার দিবস, আসছে চূড়ান্ত ভোটার তালিকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৩ ২০:৪৫

ঢাকা: আগামীকাল ২ মার্চ জাতীয় ভোটার দিবস। ৫ম বারের মতো সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।

এদিকে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২ মার্চ ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে। এর আগে, গত ১৫ জানুয়ারি ২০২২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। খসড়া তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।

বিজ্ঞাপন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটাধিকার মুখের কথা নয়, এটাকে অর্থবহ করতে আমাদের সবধরনের উদ্যোগ, সর্বোচ্চ সদিচ্ছা থাকবে। আমরা চাই দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হোক অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক।’

তিনি বলেন, ‘ভোটার দিবসেই শুধু নয়, আমরা সব সময় আশ্বস্ত করতে চাই, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে পালন করব। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করি। ভালো নির্বাচনও উপহার দিতে সক্ষম হব।’

আহসান হাবিব খান বলেন, ‘ভয়ভীতিহীন নির্বাচন ও নির্বিঘ্ন পরিবেশ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর। নিজেদের মেয়াদের প্রথম বছরে এ পযন্ত যত নির্বাচন হয়েছে তাতে যেখানে বাধা, অনিয়মের অভিযোগ এসেছে সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ২ মার্চ সকাল সাড়ে ৮ টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হবে। এ দিন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে এবং চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও সন্ধ্যা সোয়া ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তিন জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হবে।

বিজ্ঞাপন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে মাঠ পর্যায়েও র‍্যালি এবং আলোচনা অনুষ্ঠান হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

চূড়ান্ত টপ নিউজ ভোটার তালিকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর