পুঁজিবাজারের ১৬৯ প্রতিষ্ঠানে ফ্লোরপ্রাইস দিল বিএসইসি
স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৩ ১৮:১০
১ মার্চ ২০২৩ ১৮:১০
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের ওপর নতুন করে ফ্লোরপ্রাইস আরোপ করা হয়েছে।
বুধবার (১ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। বিএসইসির এই আদেশ বৃহস্পতিবার (২ মার্চ) থেকে কার্যকর হবে। বিএসইসি‘র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।ma
জানা গেছে, বিভিন্ন স্টেকহোল্ডাদের আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের ওপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হয়। নতুন করে ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের ওপর ফ্লোরপ্রাইস পুনরায় আরোপ করা হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম