Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বশ্রেষ্ঠ মেডিকেল সেন্টারসহ ৩ ক্লিনিক বন্ধের নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩২

ঢাকা: রাজধানীতে লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালিত ধানমন্ডির সর্বশ্রেষ্ঠ মেডিকেল সেন্টারসহ তিনটি বেসরকারি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডা. শেখ দাউদ আদনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে শর্তসাপেক্ষে একটি ক্লিনিক চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রচলিত আইন অনুসারে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্সপ্রাপ্ত না হলে কার্যক্রম চালু করার সুযোগ নেই। এমন অবস্থায় ধানমন্ডির সর্বশ্রেষ্ঠ মেডিকেল সেন্টার, আলবুস্তান মেডিকেল সেন্টার ও তেজগাঁওয়ের মোহাম্মদী হেলথকেয়ার সিস্টেম প্রাইভেট লিমিটেডের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

একইসঙ্গে ভাটারার মোহাইমিদ মেডিকেল সেন্টারকে অতীতের ভুল পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতির ভিত্তিতে এবং পরিদর্শন কমিটির সুপারিশক্রমে পুনরায় কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয় নির্দেশনায়।

সারাবাংলা/এসবি/একে

স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতর হাসপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর