Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল প্রকাশ বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪

ঢাকা: স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তির ফলাফল পুনঃযাচাই করে বুধবার (১ মার্চ) প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ত্রুটির জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করায় প্রকাশিত ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। যাচাই করে বুধবার আবার ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে কয়েক ঘণ্টা না পেরোতেই প্রকাশিত ফল স্থগিত করা হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয় বলে জানানো হয় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে। এ বিষয়ে জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে অধিদফতর থেকে একটি নির্দেশনা পাঠানো হয়।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ প্রাথমিকে বৃত্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর