Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে শিক্ষক নিয়োগ আসছে আরও ২ দফা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৯

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আরও দুই দফা বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক ক্লাস্টার করে আরও দু’টি বিজ্ঞপ্তি জারি করা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৪ লাখ ৪ হাজার সহকারী শিক্ষক রয়েছেন। প্রতি বছর প্রায় ছয় হাজারের মতো শিক্ষক অবসরে যাচ্ছেন। ২০২০ সালে বিজ্ঞপ্তি দিয়ে এর দুই বছর পর ২০২২ সালে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘এতো গ্যাপে না হয়ে এই প্রক্রিয়ার ধারাবাহিকতা থাকা দরকার। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। আমরা যদি ক্লাস্টার বা বিভাগভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে পারি তাহলে ছয় মাসের মধ্যে সে প্রক্রিয়া শেষ করতে পারবো।’

মঙ্গলবার এ বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রংপুর, বরিশাল, সিলেট বিভাগ মিলে একটা ক্লাস্টার করেছি। এই তিন বিভাগে তুলনামূলক বেশি শূন্য পদ রয়েছে। বাকি বিভাগগুলো এক বা দু’টি ক্লাস্টার করা হবে। আগামী সপ্তাহে একটা এবং তার পরের সপ্তাহে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেটা ধরবো সেটা ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাবে। ফলে এক বছরে যে শূন্যপদ সৃষ্টি হয়, তাতে ঘাটতি দেখা দেবে না।’

সারাবাংলা/জেআর/ইআ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর