Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফতানিমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় আর্জেন্টিনা: বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১২

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আর্জেন্টিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বের প্রধান খাদ্য উৎপাদনকারী দেশসমূহের অন্যতম। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। আর্জেন্টিনা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কারখানা স্থাপন করে ভোজ্য তেল বাজারজাত করলে তুলনামূলক কম মূলে তা সরবরাহ করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার মি. সান্তিয়াগো ক্যাফিয়েরো এর সঙ্গে মতবিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। পরে উভয়দেশের মন্ত্রী পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে একটি ম্যামোরেনডাম অব আন্ডাস্টেন্ডিং (এমওইউ) এ স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কোসুর গ্রুপের সদস্যদেশ হিসেবে আর্জেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ। মার্কোসুর গ্রুপের সদস্য চারটি দেশের মানুষ প্রায় ২৭ কোটি। এ দেশগুলোর মানুষের মাথাপিছু আয়ও অনেক বেশি। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি অনেক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগাতে চায়। উভয় দেশের বর্তমান বাণিজ্যের পরিমান ৮০১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের।’

তিনি বলেন, ‘২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ৯.৫২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৭৯১.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশ সরকার দেশের সীমিত আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যেপ্রতি মাসে ভোজ্যতেল ও চিনিসহ কয়েকটি পণ্য দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সরাসরি আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল কেনার প্রক্রিয়া চালাচ্ছে। এ বিষয়ে আর্জেন্টিনা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ‘বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল দলের বড় সমর্থক। বাণিজ্য ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ সোয়াবিন তেল, গমের পাশাপাশি সানফ্লাওয়ার ভোজ্য তেলও আমদানি করতে পারে। বাংলাদেশের মেডিকেল পণ্যের বেশ সুনাম আছে। বাংলাদেশে রফতানিমুখি শিল্পে আর্জেন্টিনা বিনিয়োগে আগ্রহী।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার এর ডেলিগেশনের সদস্যবৃন্দ, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, মো. হাফিজুর রহমান এবং সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/একে

আর্জেন্টিনা টপ নিউজ বাংলাদেশ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর