Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মাসের সন্তানকে গাছে ঝুলিয়ে নির্যাতন, পিতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৭

মামুন শেখ

নড়াইল: জেলার লোহাগাড়া উপজেলায় আট মাসের শিশু সন্তানকে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পিতা মামুন শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে যৌতুক না পেয়ে প্রথম স্ত্রীকে নির্যাতন করেন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মামুন শেখকে আদালতে পাঠানো হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই দিন সন্ধ্যায় এ ঘটনা লোহাগড়া থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। এরপর মামুন শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

গাছে বেঁধে শিশুকে নির্যাতন করেন পিতা মামুন শেখ

গাছে বেঁধে শিশুকে নির্যাতন করেন পিতা মামুন শেখ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে স্বামী মামুন শেখ যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন। এক বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন মামুন। সর্বশেষ গতকাল সোমবার দুপুরে যৌতুকের টাকার জন্য আবার কুলসুমকে নির্যাতন করতে থাকেন তিনি। তবু বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করেন কুলসুম। এরপর বাড়ির পাশে নিজের ৮ মাসের শিশু সন্তানকে পায়ে রশি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করেন মামুন। শিশু নির্যাতনের ওই ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় শিশুর মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন সারাবাংলাকে বলেন, ‘আমরা তাকে (মামুন) গ্রেফতার করেছি। মামলা হয়েছে। একজন পিতা কিভাবে এ ধরনের জঘন্যত ঘটনা করতে পারেন?’

সারাবাংলা/এনএস

নড়াইল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর