৫ টাকা ভাড়া নিয়ে মারামারি, মধ্যরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮
বরিশাল: ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোচালকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামারির ঘটনা ঘটেছে। এরপর স্থানীয়রা ওই ছাত্রকে মারধর করলে সড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল নগরীর বাংলাবাজার সড়ক অবরোধ করা হয়। এতে ওই সড়কের দুই প্রান্তে যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় দুই যুবককে আটকের পর পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক থেকে সরে যান ছাত্ররা।
ববি’র সপ্তম ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি আমতলার মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটো গাড়িতে করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। গাড়ি চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সে খারাপ ভাষায় গালি দেয়। এরপর আমি তাকে একটা থাপ্পড় দিই। সেও আমার কলার ধরে। এ সময় বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কোনো কিছু না বুঝে আমাকে মারধর শুরু করে। প্রথম দফায় আমাকে মেরে আবার ১৫/১৬ জনের একটি দল নিয়ে আসে মারতে। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে।’
শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, ‘হামলাকারী দুই জনকে শনাক্ত করে আমরা ধরে এনে পুলিশে সোপর্দ করেছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, ‘মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসার। শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকার যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।’
সারাবাংলা/এমও