Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে র‍্যাগিং: ছাত্রলীগ নেত্রীসহ ৫ ছাত্রী হল থেকে বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনার সততা পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে অভিযুক্ত পাঁচ ছাত্রীর আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বুধবার ১২টার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগ নেত্রী ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান। তারা চারজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সভায় অভিযুক্তদের দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ কর্তৃপক্ষ বরাবর প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হালিমা আক্তার উর্মির বিবৃতিতে উল্লিখিত তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সভায় হলের আবাসিক শিক্ষক ড. আহসানুল হক, ড. নূরুল ইসলাম, ইসরাত জাহান, আসমা সাদিয়া রুনা ও মৌমিতা আক্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় টপ নিউজ র‍্যাগিং