Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি গোলাপের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয় অনুসন্ধানের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাড়ি কেনাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে মো. আবদুস সোবহান মিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গতকাল (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আবদুস সোবহান মিয়া গোলাপকে বিবাদী করা হয়।

রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয়।

মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সস্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দফতর সম্পাদকও ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

এমপি গোলাপ যুক্তরাষ্ট্রে বাড়ি