Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৪

ঢাকা: রাজধানীর সবুজবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহরাব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মানিকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইলের মো. শামসুদ্দিনে ছেলে। দুই সন্তান ও পরিবার নিয়ে তিনি খিলগাঁও শেখের জায়গায় থাকতেন। পাথর ও বালুর ব্যবসা করতেন তিনি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সোমবার ভোরে মানিকদিয়া ক্লাবের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। রাস্তার পাশে নিজের মোটরসাইকেলসহ গুরুত্বর অবস্থায় পড়েছিলেন তিনি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহতের খালাতো ভাই মো. রাজিব হোসেন জানান, ভোরে কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে খবর পান তারা।

সারাবাংলা/এসএসআর/ইআ

ব্যবসায়ী নিহত মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর