Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্মার্ট ক্রীড়াবিদ অনুসন্ধানের প্লাটফর্ম শেখ কামাল যুব গেমস’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দিনে তারকা ক্রীড়াবিদ অনুসন্ধানে প্লাটফরম হিসেবে শেখ কামাল যুব গেমস নতুন মাত্রা যোগ করবে। আগামী দিনের স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় তৈরি করে আমাদের ক্রীড়াবিদরা সারাবিশ্বে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ করেন। জানুয়ারি থেকে শুরু হওয়া জেলা-উপজেলা পর্যায় শেষে এবার শেখ কামাল যুব গেমসের চূড়ান্ত পর্বের পর্দা উঠল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে আন্তঃউপজেলা, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে আন্তঃজেলা অনুষ্ঠিত হয়। আজ ২৬ ফেব্রুয়ারি হতে আগামী ৪ মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই গেমস অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলা আমাদের ছেলেমেয়েদের মধ্যে যত বেশি ছড়িয়ে দিতে পারব। ততবেশি তাদের মনন ও মেধা বিকশিত হবে। স্বাভাবিক স্বাস্থ্য আরও উন্নত হবে। মন উদার হবে। প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে। যা জীবনে প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে আরও বেশি অবদান রাখতে পারবে। আরও বেশি দক্ষতা যোগ্যতা অর্জন করতে পারবে।’

খেলাধুলার দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে খেলাধুলা যথেষ্ট উৎকর্ষতা পাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নিতে পারছি। এমনকি আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রাও কিন্তু পিছিয়ে নেই। বিশেষ অলিম্পিকে তারা আমাদের জন্য স্বর্ণ জয় করে নিয়ে আসছেন।’

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্বে ক্রীড়াবিদদের নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্রীড়াবিদরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাবে। আগামী দিনে শুধু দেশে নয়, বিদেশেও প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। তাদের এই ক্রীড়া নৈপুণ্যের সুযোগ নবীন খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে। শিশু-কিশোরদের উৎসাহিত করবে। আগামী দিনে তারকা ক্রীড়াবিদ অনুসন্ধানের প্লাটফরম হিসেবে এই যুব গেমস নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এই স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে। আমরা সারাবিশ্বে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করব।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমার একমাত্র ছোট বোন ছাড়া সকলকেই হারিয়েছি। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাই কামালের নামে এই যুব গেমসের আয়োজন করা হয়েছে। আজ হয়তো বেঁচে থাকলে সে এই বাংলাদেশের জন্য আরও অনেক কিছু করে যেতে পারত। শুধু কামাল নয়, কামালের স্ত্রীও একজন ক্রীড়াবিদ ছিল। শেখ জামালও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আজ কেউ আর নাই। আমি আমার হারানোর ভাইদের প্রতিচ্ছবি পাই আজকের এই খেলোয়াড়দের মাঝে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের লোগোতে তারুণ্যের প্রতীক শেখ কামালের প্রতিকৃতি এবং প্রাণ চঞ্চলতার প্রতীক এবং শত প্রতিকূলতার মাঝেও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় হিসাবে ‘বাবুই পাখী’ মাসকট ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ কামাল যুব গেমস-২০২৩ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ কামাল যুব গেমস শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর