কবি-সাহিত্যিকদের সম্মাননা দিলো ডুফা
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১০
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ১৯ জন কবি-সাহিত্যিককে সম্মাননা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ। এতে বিশেষ অতিথি ছিলেন লেখক শাহিনা সোবহান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুফার সভাপতি জাহিদ কবির টিটু, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এবং সাংস্কৃতিক স্থায়ী কমিটির সমন্বয়ক ফারহানা কাঁকন।
ডুফার কার্যনির্বাহী সদস্য ঊর্মি ফারুকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ছিল কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বন্ধু সংগঠন ডুফার যাত্রা শুরু ২০১৬ সালে। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার।
সারাবাংলা/আইই