Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্তানদের শিক্ষিত করুন, এটাই হবে বড় বিনিয়োগ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৩

নারায়ণগ‌ঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান দেশ স্বাধীন ক‌রেছি‌লেন ব‌লেই বাঙালি জা‌তি লেখাপড়া ক‌রে শি‌ক্ষিত জাতি হি‌সে‌বে প্রতিষ্ঠিত হ‌তে পার‌ছে।

তিনি বলেন,  একটি দেশকে ও দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার ব্রাহ্মনখালী এলাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হা‌বিবুর রহমান হা‌রেজ কম‌প্লেক্স ট্রাস্ট্র কর্তৃক প‌রিচা‌লিত আলহাজ্ব লায়ন মুহাম্মদ হা‌বিবুর রহমান হা‌রেজ সি‌টি ক‌লেজ, আলহাজ্ব লায়ন মুহাম্মদ হা‌বিবুর রহমান হা‌রেজ ম‌ডেল হাই স্কুল ও আলহাজ্ব লায়ন মুহাম্মদ হা‌বিবুর রহমান হা‌রেজ কিন্ডার গা‌র্টেন-এর বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ‌তিক এ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন তিনি।

গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, শিক্ষার্থী‌দের‌কে সু‌শিক্ষায় শিক্ষিত হ‌য়ে দেশ গড়ার কা‌জে এগিয়ে আস‌তে হ‌বে। একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস ও দুর্নীতি করতে পারে না।

তিনি বলেন, আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা, সেই শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সেটি কোনো শিক্ষা হতে পারে না।

অভিভাবকদের উদ্দেশে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, দালানকোঠা করার দরকার নেই। বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। তাদেরকে শিক্ষিত করুন। এটাই হবে বড় বিনিয়োগ। আর সন্তানরা যেন বিপ‌থে না যায়, সে‌দি‌কে লক্ষ্য রাখ‌তে হ‌বে।

বিজ্ঞাপন

হা‌বিবুর রহমান হা‌রেজ কম‌প্লেক্স ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মুহাম্মদ হা‌বিবুর রহমান হা‌রেজের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, আড়াইহাজার উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মুজা‌হিদুল ইসলাম হে‌লো, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সালা উদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা আওয়ামীলী‌গের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু প্রমুখ।

অপর‌দি‌কে, বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার আতলাপুর এলাকায় ভোলাবো ইউনিয়ন আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের যৌথ সভায় যোগ দেন তিনি।

ভোলাবো ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হো‌সেন খানের সভাপ‌তি‌ত্বে ও ভোলাবো ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আশকারীর সঞ্চালনায় সভায় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি জা‌হিদ খন্দকার, সাধারণ সম্পাদক কাউসার প্রধান প্রমুখ।

সারাবাংলা/এনইউ

উপজেলা আওয়ামী লীগ গাজী গোলাম মূর্তজা পাপ্পা রূপগঞ্জ সহ-সভাপতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর