Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু মামলার প্রতিবেদন দাখিল হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৯

ঢাকা: রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। আগামী ৩০ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

গত ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করেন।

এই মামলায় ভিক্টর পরিবহনের চালক লিটন ও তার সহকারী মো. আবুল খায়ের কারাগারে রয়েছে।

সারাবাংলা/এআই/এমও

প্রতিবেদন দাখিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু