Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈরী পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে এসেছেন এস এ মালেক’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ঢাকা: বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যে কয়েকজন সবচেয়ে বেশি অবদান রেখে গেছেন তাদের মধ্যে এস এ মালেক একজন। অনেক বৈরী পরিবেশেও তিনি জাতির পিতার আদর্শকে সামনে নিয়ে এসেছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণ সভা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তন প্রান্তে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শটা প্রচার করা, মানুষের মাঝে জনমত সৃষ্টি করা, লেখালেখি করা সংগঠনগুলো করার পিছনে তার (এস এ মালেক) অনেক অবদান রয়েছে। সেসময় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সে দায়িত্বটা পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শটাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যে কয়েকজন সবচেয়ে বেশি অবদান রেখে গেছেন তার মধ্যে এস এ মালেক একজন। অনেক বৈরী পরিবেশেও তিনি জাতির পিতার আদর্শকে সামনে নিয়ে এসেছেন। বিশেষ করে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির বিস্তারিত দেওয়া, এ সম্পর্কে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া, তাদের জানানো; এবিষয়ে তিনি অনেক দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা জাতির পিতার আদর্শ নিয়েই এদেশকে গড়ে তুলছি। করোনা অতিমারি বা ইউক্রেন যুদ্ধ— সবকিছু মিলিয়ে সারাবিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দার কবলে— সেখানে আমাদের প্রচেষ্টা হচ্ছে দেশের অর্থনীতিকে গতিশীল রাখা। তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/আইই

এস এ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর